প্রকাশিত: Fri, Dec 1, 2023 10:12 PM
আপডেট: Fri, May 9, 2025 11:19 AM

দেশব্যাপী ভক্তরাই সাকিবের নির্বাচনী প্রচারণা করে দিচ্ছে ফ্রিতে!

ফরহাদ টিটো : দেশব্যাপী ভক্তরাই সাকিবের নির্বাচনী প্রচারণা করে দিচ্ছে ফ্রিতে। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখবেন শুধু সাকিব আল হাসানের জিপে দাঁড়ানো গলায় ফুলের মালাওয়ালা মাগুরা সম্বর্ধনার ছবি। ‘বিশ্বকাপ জয়ের পর’<এইসব ক্যাপশন লিখে হেইটাররাও প্রচার করছে সাকিবের ছবি দেদারসে। তাকে নিয়ে রাগ দেখাতে বা তাকে টিটকারি মারতে তারাও পোস্ট করছে গণসংবর্ধনার ছবি। বাহ্..যে সাকিব ৃফ্রি কোনো কাজ করেন না অন্যের প্রচার ও প্রসারে বরং চার্জ করেন বিশাল অংকের টাকা..সেই সাকিব আজকে মাগনা মাগনা পেয়ে যাচ্ছেন সব। কথায় বলে না...ভালো কাজ করলে একদিন তার ফল পাবেনই আপনি। ক্রিকেটের মাঠে বছরের পর বছর ভালো কাজ করে আজকে সাকিবের এই অর্জন। 

মাঠের বাইরের মন্দ কাজের জন্যও তার এই অর্জন। সাকিব আল হাসান ক্ষমতাসীন দল থেকে ইলেকশন করবেন, এমপি হবেন...এই প্ল্যানটা আজকের নয়। এটা তার একার প্ল্যানও না। ২০১৮-১৯ থেকে পরিকল্পিত। মাশরাফি যখন নেমেছেন তখন থেকেই। সাকিব আল হাসান মুজিব কোট মনে মনে পরে বসে ছিলেন পাঁচ বছর আগে থেকেই। প্রকাশ্যে পরলেন ২০২৩ এর নভেম্বরে এসে। ফেসবুকে ২৯-১১-২৩ প্রকাশিত হয়েছে।